Archive for ফেব্রুয়ারি, 2010

ওয়ার্ডপ্রেস শিখুন খুব সহজে !!! ( পর্ব- ১ )

আমি আগে ওয়ার্ডপ্রেস ডট কম ব্লগেই ব্লগিং করতাম । এটা আমার প্রথম ওয়ার্ডপ্রেস ডট অর্গ ব্লগ । আমি আগে ওয়ার্ডপ্রেস সম্পর্কে তেমন কিছুই জানতাম না আগে । তবে এখন সব শিখে গেছি । আশা করি আপনাদের ও ভাল লাগবে । আমি আজ ওয়ার্ডপ্রেস সম্পর্কে বলব । ওয়ার্ডপ্রেস ডট অর্গ কি ? (বিস্তারিত…)

ফেব্রুয়ারি 24, 2010 at 6:55 পুর্বাহ্ন 2 comments

ওয়েব ডিজাইন অথবা ব্লগিং কোনটা বেছে নেবেন !!!

আজ আমি এই লেখাটি লেখছি তাদের জন্য যারা প্রোফেসনাল ভাবে ব্লগিং অথবা ওয়েব ডিজাইন বেছে নিয়েছেন ।

আপনারা অনেকেই ব্লগার অথবা ওয়েব ডিজাইনার হতে চান । ওয়েব ডিজাইনারের সুবিধা ও অসুবিধা :

  • ওয়েব ডিজাইনার এর সুবিধা বেশি ।
  • যে কেউই এটা হতে পারে ।
  • এর জন্য আপনাকে বিভিন্ন কোড জানতে হবে । যেমন : HTML , PHP , JAVASCRIPT ইত্যাদি ।
  • এটার জন্য আপনাকে অবশ্যই প্রথমত HTML জানতে হবে ।
  • ভাল স্টাইল করতে হলে জানতে হবে CSS .
  • আর জটিল কোড দিয়ে তৈরি PHP জানতে হবে যদি স্পেসাল ডিজাইন করতে চান ।
  • আপনি এখানে একসাথে অনেক টাকা আয় করতে পারবেন ।
  • সব শেষে আপনাকে এটা নিয়ে জানতে হবে অনেক ।
  • ব্লগিংয়ের সুবিধা ও অসুবিধা :

  • বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় কাছ হচ্ছে ব্লগিং ।
  • যারা বর্তমানে ইন্টারনেটে ঘোরে তাদের প্রায় ৯০ % লোকে দের নিজেস্ব সাইট অথবা ব্লগ সাইট আছে ।
  • ব্লগিং করতে হলে আপনাকে কোনো একটা বিষয়ে লিখতে হবে ।
  • এখান থেকে আয়ের পথ বহুমূখি ।
  • আপনার এই নিয়ে অনেক চর্চা করতে হবে ।
  • আপনার এর জন্য সাধারন HTML জানতে হবে ।
  • আসলে আপনার ঠিক করে নিতে হবে কি বেছে নিবেন । তবে অবশ্যই যা আপনার ভাল লাগে তাই নিতে হবে ।

    ধন্যবাদ সবাইকে ।

    ফেব্রুয়ারি 22, 2010 at 8:05 পুর্বাহ্ন 2 comments

    কিভাবে HTML কোড দিয়ে কিভাবে লেখার কালার পরিবর্তন করবেন ?

    আমি এর আগে একটা লেখাতে বলেছিলাম কিভাবে CSS দিয়ে লেখা পরিবর্তন করবেন । কিন্তু ওয়ার্ডপ্রেস CSS ব্যবহার করা যাই না অথবা আমি ব্যবহার করতে পারি নাই । তাই আজ আমি বলব

    কিভাবে HTML দিয়ে লেখার কালার পরিবর্তন করবেন ।

    কোড গুলো দেখে বুঝে নিন : <html>
    <body style=”background-color:background colore name;”>
    <p style=”font-family:times;color:write color name”> যা আপনি লিখতে চান । </p> </html>
    এটা ওয়ার্ডপ্রেস ও সার্পোট করে ।তাই ওয়ার্ড প্রেসে ব্যবহার করা যাবে । এবার ফাইল টি সেভ করুন অথবা আরো অনেক কালার দিয়ে ডিজাইন করুন আপনার লেখাকে । ধন্যবাদ ।

    ফেব্রুয়ারি 22, 2010 at 6:17 পুর্বাহ্ন এখানে আপনার মন্তব্য রেখে যান

    লেখার বিভিন্ন রকম রং করুন CSS কোড দিয়ে !!!

    আপনি যখন কিছু লিখছেন , তখন আপনি তা সবার সামনে ভাল ভাবে উপস্থাপন করতে চাইবেন । আমি নিজে কতটুকু পারি তা জানি না । কোনো কোনো সময় কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে সেগুলো মোটা অক্ষর বা কোন রং দিয়ে লিখলে ভাল দেখা যাই । কাজটা ও হল আবার ডিজাইনও । নিচের কোড গুলো দেখুন : <html>
    <head>
    <style type=”text/css”>
    body {color:red;}
    h1 {color:#00ff00;}
    p.ex {color:rgb(0,0,255);}
    </style>
    </head>
    <body>
    <h1>এটা একটা লেখা ।</h1>
    <p> এটা একটা প্যারাগ্রাফ । </p>
    <p class=”ex”>এটা অন্য প্যারাগ্রাফ । এটা “ex” সহ প্রারাগ্রাফ ।</p>
    </body>
    </html>

    এখানের কোড গুলো থেকে যে ডিজাইন হয়েছে সেটা দেখতে এখানে ক্লিক করুন ।

    আর ইচ্ছা করলো কোড গুলো এডিট করে পেস্ট করুন । সবাইকে ধন্যবাদ ।

    ফেব্রুয়ারি 8, 2010 at 6:21 পুর্বাহ্ন এখানে আপনার মন্তব্য রেখে যান

    ওয়ার্ডপ্রেস ও ব্লগার এর মধ্যে সুবিধা ও পার্থক্য !!!

    আসলে ওয়ার্ডপ্রেস ডট কমব্লগার দুইটাই জনপ্রিয় ব্লগিং প্লাটফর্ম । আর ব্লগ তৈরিতে ওয়ার্ডপ্রেস ডট অর্গ বহুল প্রচলিত সফট ।

    ওয়ার্ডপ্রেস ডট কম এ সুবিধা :

  • এখানে আপনি ফ্রি ব্লগ পাবেন ।
  • এখানে ব্লগ পরিসংখ্যান আছে । যা কোন ওয়েব টুলস ছারা মোট ভিজিটর ও আরো অনেক কিছু দেখতে দেয় ।
  • এখানে আপনি দ্রুত জনপ্রিয়তা পেতে পারেন ।
  • এখানে TRASH মেনু আছে । আপনি ডিলেট করা পোস্ট এখানে থেকে আবার ফিরিয়ে আনতে পারেন ।
  • ব্লগার ডট কম এর সুবিধা :

  • এখানে আপনি ফ্রি ব্লগ পাবেন ।
  • এখানে আপনি iframe ট্যাগ ব্যবহার করতে পারবেন , যার মাধ্যমে অনেক অ্যাড সার্ভার এড দিয়ে থাকে ।
  • google adsense ব্যবহার করা যাই ।
  • এটার জন্য অনেক থিম পাওয়া যাই ।
  • এটা গুগুলের একটা জনপ্রিয় সার্ভিস ।
  • এর ভেতরে পার্থক্য :

  • দুইটাই ফ্রি ।
  • WP তে এড ব্যবহার করা যাই না । BG তে এড ব্যবহার করা যাই ।
  • WP তে জনপ্রিয় হওয়া যাই দ্রুত । BG তে দেরীতে হয় ।
  • WP তে সীমিত থিম ব্যবহার করা যাই । BG তে বেশি থিম ব্যবহার করা যাই ।
  • আমি নিজে ওয়ার্ডপ্রেস ডট কম পছন্দ করি । কারন আমি ব্লগারে ব্লগে লিখে ১ বছরে মত্র ২০০০ কিংবা কিছু বেশি ভিজিটর পেয়েছিলাম । কিন্তু গত জানুয়ারিতে আমার মোট ভিজিটর হয়েছে ১০০০ । এটাই আমার বড় পাওয়া । ধন্যবাদ সবাইকে ।

    ফেব্রুয়ারি 7, 2010 at 7:11 পুর্বাহ্ন ১টি মন্তব্য

    CSS টেবিল তৈরি করবেন কি ভাবে ?

    আমরা কখনো লেখার মধ্যে অথবা সাইট নিজেদের প্রয়োজনে অথবা ভিজিটরকে ভাল ভাবে বোঝাতে টেবিল তৈরি করে থাকি । এখন আপনি যদি সেগুলো নিজের কম্পিউটার থেকে করে ছবি আকারে প্রকাশিত করেন তাহলে আলাদা কথা । কিন্তু আপনি সহজেই একটা CSS টেবিল তৈরি করতে পারেন । এটা খুব সোজা । দেখুন নিচের কোড গুলো : <html>
    <head>
    <style type=”text/css”>
    table,th,td
    {
    border:1px solid black;
    } </style>
    </head>
    <body>
    <table>
    <tr>
    <th>NAME</th>
    <th>USER NAME </th> <TH> Payment </TH>
    </tr>
    <tr>
    <td>Shanto datta</td>
    <td>shanto</td>
    </tr> <td>10 usd </td>
    <tr>
    <td>Disitalman</td>
    <td>Disitalman</td> <td>5 usd </td>
    </tr>
    </table>
    </body>
    </html>

    যদি কোড গুলো এরকম হয় তাহলে টেবিলটা কেমন হবে দেখতে এখানে ক্লিক করুন । এখন কোড গুলো এডিট করে প্রয়োজন মতো পেস্ট করুন । ধন্যবাদ ।

    ফেব্রুয়ারি 5, 2010 at 1:27 অপরাহ্ন 8 comments


    দিনপন্জী

    ফেব্রুয়ারি 2010
    শনি রবি সোম বুধ বৃহ. শু.
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728  

    Posts by Month

    Posts by Category