ওয়েব ডিজাইন অথবা ব্লগিং কোনটা বেছে নেবেন !!!

ফেব্রুয়ারি 22, 2010 at 8:05 পুর্বাহ্ন 2 comments

আজ আমি এই লেখাটি লেখছি তাদের জন্য যারা প্রোফেসনাল ভাবে ব্লগিং অথবা ওয়েব ডিজাইন বেছে নিয়েছেন ।

আপনারা অনেকেই ব্লগার অথবা ওয়েব ডিজাইনার হতে চান । ওয়েব ডিজাইনারের সুবিধা ও অসুবিধা :

  • ওয়েব ডিজাইনার এর সুবিধা বেশি ।
  • যে কেউই এটা হতে পারে ।
  • এর জন্য আপনাকে বিভিন্ন কোড জানতে হবে । যেমন : HTML , PHP , JAVASCRIPT ইত্যাদি ।
  • এটার জন্য আপনাকে অবশ্যই প্রথমত HTML জানতে হবে ।
  • ভাল স্টাইল করতে হলে জানতে হবে CSS .
  • আর জটিল কোড দিয়ে তৈরি PHP জানতে হবে যদি স্পেসাল ডিজাইন করতে চান ।
  • আপনি এখানে একসাথে অনেক টাকা আয় করতে পারবেন ।
  • সব শেষে আপনাকে এটা নিয়ে জানতে হবে অনেক ।
  • ব্লগিংয়ের সুবিধা ও অসুবিধা :

  • বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় কাছ হচ্ছে ব্লগিং ।
  • যারা বর্তমানে ইন্টারনেটে ঘোরে তাদের প্রায় ৯০ % লোকে দের নিজেস্ব সাইট অথবা ব্লগ সাইট আছে ।
  • ব্লগিং করতে হলে আপনাকে কোনো একটা বিষয়ে লিখতে হবে ।
  • এখান থেকে আয়ের পথ বহুমূখি ।
  • আপনার এই নিয়ে অনেক চর্চা করতে হবে ।
  • আপনার এর জন্য সাধারন HTML জানতে হবে ।
  • আসলে আপনার ঠিক করে নিতে হবে কি বেছে নিবেন । তবে অবশ্যই যা আপনার ভাল লাগে তাই নিতে হবে ।

    ধন্যবাদ সবাইকে ।

    Entry filed under: আমার কথা, ওয়েব ডিজাইন. Tags: , .

    কিভাবে HTML কোড দিয়ে কিভাবে লেখার কালার পরিবর্তন করবেন ? ওয়ার্ডপ্রেস শিখুন খুব সহজে !!! ( পর্ব- ১ )

    2 টি মন্তব্য Add your own

    • 1. SHAH RAYHAN  |  ডিসেম্বর 11, 2010; 5:37 অপরাহ্ন এ

      kaunia rangpur

      জবাব
    • 2. আসরাফ  |  জুলাই 27, 2011; 2:37 অপরাহ্ন এ

      আপনার এই ব্লগে আপনি html দিয়ে কি করেছেন। আমি কয়েক দিন আগে একটা ব্লগ খুলেছি। কিন্তু html ব্যবহার করতে পারছি না।

      আগে একটা কমেন্টে মেইল অপশনটা অন করতে ভুলে গেছি। উত্তর করলে দয়া করে মেইল করবেন।

      জবাব

    এখানে আপনার মন্তব্য রেখে যান

    Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


    দিনপন্জী

    ফেব্রুয়ারি 2010
    শনি রবি সোম বুধ বৃহ. শু.
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728  

    Most Recent Posts