Posts filed under ‘ওয়েব ডিজাইন’

ওয়ার্ডপ্রেস শিখুন খুব সহজে !!! ( পর্ব – ৬ )

বাকি পর্ব দেখতে এখানে ক্লিক করুন ।

ওয়ার্ডপ্রেস এর অনেক পর্বই লেখা শেষ হয়ে গেল । পর্ব ছয় শিখতে চলেছি । আশা করি সবার ভাল লাগবে । আমি আজ আপনাদের ওয়ার্ডপ্রেসের উচ্চতর ধারনা দিতে চেষ্টা করব ।

লেখার কয়েকটি বিষয় :

  • আপনি সাধারন কয়েকটা (বিস্তারিত…)
  • মার্চ 24, 2010 at 7:32 পুর্বাহ্ন 5 comments

    ওয়ার্ডপ্রেস শিখুন খুব সহজে !!! ( পর্ব- ১ )

    আমি আগে ওয়ার্ডপ্রেস ডট কম ব্লগেই ব্লগিং করতাম । এটা আমার প্রথম ওয়ার্ডপ্রেস ডট অর্গ ব্লগ । আমি আগে ওয়ার্ডপ্রেস সম্পর্কে তেমন কিছুই জানতাম না আগে । তবে এখন সব শিখে গেছি । আশা করি আপনাদের ও ভাল লাগবে । আমি আজ ওয়ার্ডপ্রেস সম্পর্কে বলব । ওয়ার্ডপ্রেস ডট অর্গ কি ? (বিস্তারিত…)

    ফেব্রুয়ারি 24, 2010 at 6:55 পুর্বাহ্ন 2 comments

    ওয়েব ডিজাইন অথবা ব্লগিং কোনটা বেছে নেবেন !!!

    আজ আমি এই লেখাটি লেখছি তাদের জন্য যারা প্রোফেসনাল ভাবে ব্লগিং অথবা ওয়েব ডিজাইন বেছে নিয়েছেন ।

    আপনারা অনেকেই ব্লগার অথবা ওয়েব ডিজাইনার হতে চান । ওয়েব ডিজাইনারের সুবিধা ও অসুবিধা :

  • ওয়েব ডিজাইনার এর সুবিধা বেশি ।
  • যে কেউই এটা হতে পারে ।
  • এর জন্য আপনাকে বিভিন্ন কোড জানতে হবে । যেমন : HTML , PHP , JAVASCRIPT ইত্যাদি ।
  • এটার জন্য আপনাকে অবশ্যই প্রথমত HTML জানতে হবে ।
  • ভাল স্টাইল করতে হলে জানতে হবে CSS .
  • আর জটিল কোড দিয়ে তৈরি PHP জানতে হবে যদি স্পেসাল ডিজাইন করতে চান ।
  • আপনি এখানে একসাথে অনেক টাকা আয় করতে পারবেন ।
  • সব শেষে আপনাকে এটা নিয়ে জানতে হবে অনেক ।
  • ব্লগিংয়ের সুবিধা ও অসুবিধা :

  • বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় কাছ হচ্ছে ব্লগিং ।
  • যারা বর্তমানে ইন্টারনেটে ঘোরে তাদের প্রায় ৯০ % লোকে দের নিজেস্ব সাইট অথবা ব্লগ সাইট আছে ।
  • ব্লগিং করতে হলে আপনাকে কোনো একটা বিষয়ে লিখতে হবে ।
  • এখান থেকে আয়ের পথ বহুমূখি ।
  • আপনার এই নিয়ে অনেক চর্চা করতে হবে ।
  • আপনার এর জন্য সাধারন HTML জানতে হবে ।
  • আসলে আপনার ঠিক করে নিতে হবে কি বেছে নিবেন । তবে অবশ্যই যা আপনার ভাল লাগে তাই নিতে হবে ।

    ধন্যবাদ সবাইকে ।

    ফেব্রুয়ারি 22, 2010 at 8:05 পুর্বাহ্ন 2 comments

    কিভাবে HTML কোড দিয়ে কিভাবে লেখার কালার পরিবর্তন করবেন ?

    আমি এর আগে একটা লেখাতে বলেছিলাম কিভাবে CSS দিয়ে লেখা পরিবর্তন করবেন । কিন্তু ওয়ার্ডপ্রেস CSS ব্যবহার করা যাই না অথবা আমি ব্যবহার করতে পারি নাই । তাই আজ আমি বলব

    কিভাবে HTML দিয়ে লেখার কালার পরিবর্তন করবেন ।

    কোড গুলো দেখে বুঝে নিন : <html>
    <body style=”background-color:background colore name;”>
    <p style=”font-family:times;color:write color name”> যা আপনি লিখতে চান । </p> </html>
    এটা ওয়ার্ডপ্রেস ও সার্পোট করে ।তাই ওয়ার্ড প্রেসে ব্যবহার করা যাবে । এবার ফাইল টি সেভ করুন অথবা আরো অনেক কালার দিয়ে ডিজাইন করুন আপনার লেখাকে । ধন্যবাদ ।

    ফেব্রুয়ারি 22, 2010 at 6:17 পুর্বাহ্ন এখানে আপনার মন্তব্য রেখে যান

    ওয়ার্ডপ্রেস ও ব্লগার এর মধ্যে সুবিধা ও পার্থক্য !!!

    আসলে ওয়ার্ডপ্রেস ডট কমব্লগার দুইটাই জনপ্রিয় ব্লগিং প্লাটফর্ম । আর ব্লগ তৈরিতে ওয়ার্ডপ্রেস ডট অর্গ বহুল প্রচলিত সফট ।

    ওয়ার্ডপ্রেস ডট কম এ সুবিধা :

  • এখানে আপনি ফ্রি ব্লগ পাবেন ।
  • এখানে ব্লগ পরিসংখ্যান আছে । যা কোন ওয়েব টুলস ছারা মোট ভিজিটর ও আরো অনেক কিছু দেখতে দেয় ।
  • এখানে আপনি দ্রুত জনপ্রিয়তা পেতে পারেন ।
  • এখানে TRASH মেনু আছে । আপনি ডিলেট করা পোস্ট এখানে থেকে আবার ফিরিয়ে আনতে পারেন ।
  • ব্লগার ডট কম এর সুবিধা :

  • এখানে আপনি ফ্রি ব্লগ পাবেন ।
  • এখানে আপনি iframe ট্যাগ ব্যবহার করতে পারবেন , যার মাধ্যমে অনেক অ্যাড সার্ভার এড দিয়ে থাকে ।
  • google adsense ব্যবহার করা যাই ।
  • এটার জন্য অনেক থিম পাওয়া যাই ।
  • এটা গুগুলের একটা জনপ্রিয় সার্ভিস ।
  • এর ভেতরে পার্থক্য :

  • দুইটাই ফ্রি ।
  • WP তে এড ব্যবহার করা যাই না । BG তে এড ব্যবহার করা যাই ।
  • WP তে জনপ্রিয় হওয়া যাই দ্রুত । BG তে দেরীতে হয় ।
  • WP তে সীমিত থিম ব্যবহার করা যাই । BG তে বেশি থিম ব্যবহার করা যাই ।
  • আমি নিজে ওয়ার্ডপ্রেস ডট কম পছন্দ করি । কারন আমি ব্লগারে ব্লগে লিখে ১ বছরে মত্র ২০০০ কিংবা কিছু বেশি ভিজিটর পেয়েছিলাম । কিন্তু গত জানুয়ারিতে আমার মোট ভিজিটর হয়েছে ১০০০ । এটাই আমার বড় পাওয়া । ধন্যবাদ সবাইকে ।

    ফেব্রুয়ারি 7, 2010 at 7:11 পুর্বাহ্ন ১টি মন্তব্য

    আমাজোন থেকে অ্যাফেলেট নিন , আয় করার আরো একটা পথ !!

    আমরা আয় এর জন্য বিভিন্ন সাইটে যাই । এই বিষয়ে আমার গুরু হাসান ভাই ।আজই তার কাছ থেকে এই বিষয়ে ভাল ভাবে শিখলাম । আর এই বিষয়ে লেখাটা লিখছি । amazon.com একটি জনপ্রিয় অনলাইন স্টোর । এখান অ্যাফেলেট হলে যদি আপনার ওয়েব সাইটে যদি কোন বেচাকেনা হয় তাহলে কিছু পারসেন্ট আপনি পাবেন । তারা আপনার একটা কোড দেবে । যা iframe এর মত । সে কোডটাও iframe . তাই ওয়ার্ডপ্রেসে এটা ইউজ করা যাবে কিনা জানি না । তবে ব্লগার এ ইউজ করা যাবে । এখানে রেজিষ্ট্রেশন করার জন্য এখানে ক্লিক করুন । তারপর পরপর কাজ গুলো করুন । হয়ে গেল । এর পরের লেখাতে থাকবে কিভাবে কোড পাবেন । উদাহরন : এখানে ক্লিক করুন ।

    জানুয়ারি 25, 2010 at 8:09 পুর্বাহ্ন এখানে আপনার মন্তব্য রেখে যান

    জাভাস্ক্রিপ্ট কি ? ও এর কাজ ?

    জাভাস্ক্রিপ্ট শব্দ টি শুনলেই বোঝা যাই এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ । এটা একদম সোজা ভাষা । এটা শেখার আগে আপনাকে HTML শিখতে হবে । একটা কথা বলতে কি , HTML আপনাকে আগে শিখতেই হবে । তারপর যত কিছু আছে ।

    JAVASCRIPT কি ?

  • এটা মূলত একটা স্ক্রিপ্টিং ভাষা ।

  • এটা HTML এর সাথে কাজ করে । বলা যাই , এটা প্রায় HTML এর মতই ।
  • এটা একদম ফ্রি ।
  • এটা যে কেউ ব্যবহার করতে পারে ।
  • জাভা আর জাভাস্ক্রিপ্ট কি এক ?

  • জাভাস্ক্রিপ্ট ও জাভা আলাদা ।
  • জাভা তৈরি করেছে সান মাইক্রোসিস্টেম ।
  • বলা যাই জাভা একটি সফটওয়ার মেকার প্রতিষ্ঠান । এরা C ও C++ এই দুটি তৈরি করেছে ।

    আমরা কেন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব ?

  • জাভাস্ক্রিপ্ট যারা তৈরি করে ইংরেজিতে অথর তারা প্রোগ্রামার । কিন্তু HTML যারা তৈরি করেছে তারা প্রোগ্রামার না ।
  • জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ডাইনামিক সাইট ও ডিজাইন করতে পারেন ।

  • দেখাগেল আপনার সাইটে HTML এ কোন সমস্যা , জাভাস্ক্রিপ্ট নিজেই সমাধান করতে পারে । কিছু কিছু ক্ষেত্রে ।
  • কিছু কিছু ডেটা আছে যাদের validate করতে হয় । সেগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে হয় ।
  • বিভিন্ন সাইটে এটা কুকীজ হিসাবে ব্যবহারিত হয় । আমরা বিভিন্ন সময়ে দেখি যে লগিন করার সময় লেখা থাকে রিমেম্বার মি , এটা করা হয়ে থাকে এটা দিয়ে ।
  • এর জন্ম হয়েছে কোথা থেকে ?

  • ECMAScript এর আসল নাম ।
  • ECMA organization এর জন্ম দাতা
  • আশা করি এটা থেকে কিছু জানতে পারবেন । ধন্যবাদ সবাইকে ।

    জানুয়ারি 24, 2010 at 6:41 পুর্বাহ্ন এখানে আপনার মন্তব্য রেখে যান

    HTML এর বিকাশ ও W3C এর অবদান !!!

    HTML Versions
    HTML 2.0
    HTML 2.0 তৈরি করেন
    ইন্টারনেট ইন্জিনিয়ারিং
    টাস্ক ফোর্স HTML
    ওয়ার্কিং গ্রুপ ১৯৯৬ সালে ।এটা একটা outdated HTML ভার্সন । একজন ওয়েব ডেভলপারের কোন প্রয়োজন নেই
    HTML 2.0 নিয়ে পড়ার ।
    HTML 3.2
    W3C তৈরি করেছিল এট ।
    জানুয়ারি ১৯৯৭ সালে এর জন্ম । HTML 3.2
    এর ভুল ছিল ফন্ট এ , টেবিল, সুপারস্কৃপ্ট,
    সাবস্কৃপ্ট এবং আরো অনেক, এটা প্রায় HTML 2.0 এর মত ।একটা ইলিমেন্ট HTML 3.2
    এ যোগ করা হয়েছে , এটা হল
    <font> ট্যাগ ।
    <font> HTML 4.0 তেও আছে ।
    HTML 4.0
    HTML 4.0 এটাও W3C দ্বার তৈরি হয়েছে ।
    ডিসেম্বর ১৯৯৭ সালে এটা তৈরি । এপ্রিল ১৯৯৮ সালে এর কিছু পরিবর্তন .
    সবচেয়ে বেশি ভুল HTML 4.0
    এ , CSS এসে সেটা পরিবর্তিত করা হয় ।
    HTML 4.01
    HTML 4.01 এটাও W3C দ্বারা তৈরি হয়েছে । ডিসেম্বর ১৯৯৯ সালে এটা তৈরি হয় ।
    HTML 4.01এটা
    HTML 4.0 এর মতই । তবে এতে নতুন কিছু ট্যাগ যোগ করা হয় ।

    HTML 5
    জানুয়ারী ১১, ২০০৮ ,
    W3C ছারল নতুন HTML
    5.
    HTML 5 এটা নতুন করে তৈরি করল কিভাবে HTML ইলিমেন্ট ব্যবহার করব , এবং কিভাবে ত্রুটি থেকে মুক্ত হব । এখানে অডিও , ভিডিও , গ্রাপিক্স , ডেটা স্টোরেজ এসব ইমবেড করতে সমস্যা দেখা দেয় ।
    HTML 5 নতুন ট্যাগও যোগ করে ।যেমন :
    <nav>, <header>,
    <footer>, and <figure>.
    HTML 5 অনেক জায়গাতে কাজ করছে । AOL,
    Apple, Google, IBM,
    Microsoft, Mozilla, Nokia,
    Opera, এবং আরো অনেক স্থানে ।

    আমার এটা লেখার মূল উদ্দেশ্য হল HTML এর বিকাশ ও W3C এর অবদান । আশা করি আপনার এ থেকে কিছু জানতে পারবেন । ধন্যবাদ সবাইকে ।

    জানুয়ারি 23, 2010 at 6:13 পুর্বাহ্ন এখানে আপনার মন্তব্য রেখে যান

    আপনার সাইটে সাউন্ড যোগ করুন খুব সহজে !!!

    এটা একটা খুব ছোট পোস্ট । অনেক মানুষ চাই তার সাইটে কোন বিশেষ পেজে সাউন্ড যোগ করা থাকলে ভাল হত । তাদের জন্য এই পোস্ট । এ কোড পেস্ট করলেই চলবে ।<html>
    <body>
    <h2>কোন নাম </h2>
    <embed
    src=”যে সাউন্ড তার লিংক ”
    width=”50%”
    height=”50%”>
    </embed>
    </body>
    </html>

    এ কোড গুলো পেস্ট করবেন । সাউন্ডের ফরমেট mp3 হওয়া সব চেয়ে ভাল । ধন্যবাদ ।

    জানুয়ারি 22, 2010 at 10:16 পুর্বাহ্ন ১টি মন্তব্য

    শেয়ার বাটন গুলো নিজেই তৈরি করুন !!!

    আমি কিছু কিছু শেয়ার বাটন নিজে তৈরি করতে পেরেছি । এগুলো মূলত বিভিন্ন লিংক । সেগুলো এখানে লেখার চেষ্টা করব । কি রকম হবে এগুলো :

    গুগলি রিডার

    Share on Ask

    Yahoobook mark


    Amazon


    Blogger

    Facebook

    Google

    এগুলো তৈরি করতে লিংক গুলো ব্যবহার করুন :

    Google reader : “http://www.google.com/reader/link?url=http%3A%2F%2Fসাইটের ঠিকানা %2F&title=”

    Ask : “http://myjeeves.ask.com/mysearch/BookmarkIt?v=1.2&t=webpages&url=http%3A%2F%2Fসাইটের ঠিকানা %2F&

    Yahoo bookmark : “http://bookmarks.yahoo.com/toolbar/savebm?opener=tb&u=http%3A%2F%2Fসাইটের ঠিকানা %2F&t=&d=”


    Amazon : “http://www.amazon.com/wishlist/add?u=http%3A%2F%2Fসাইটের ঠিকানা %2F&t=”


    Blogger : “http://www.blogger.com/blog_this.pyra?t&u=http%3A%2F%2Fসাইটের ঠিকানা %2F&n=&pli=1”

    Facebook : “http://www.facebook.com/share.php?u=http%3A%2F%সাইটের ঠিকানা 2F%2F”

    Google: “http://www.google.com/bookmarks/mark?op=add&bkmk=http%3A%2F%2Fসাইটের ঠিকানা %2F&title&annotation=”

    এখন এগুলো

    <a href=”পুরা লিংক টা “> নাম < /a>

    এভাবে আপনার সাইটে দিয়ে দিন । হয়ে গেল ।

    জানুয়ারি 22, 2010 at 9:49 পুর্বাহ্ন এখানে আপনার মন্তব্য রেখে যান

    Older Posts


    দিনপন্জী

    এপ্রিল 2024
    শনি রবি সোম বুধ বৃহ. শু.
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  

    Posts by Month

    Posts by Category