Archive for জানুয়ারি 23, 2010

HTML এর বিকাশ ও W3C এর অবদান !!!

HTML Versions
HTML 2.0
HTML 2.0 তৈরি করেন
ইন্টারনেট ইন্জিনিয়ারিং
টাস্ক ফোর্স HTML
ওয়ার্কিং গ্রুপ ১৯৯৬ সালে ।এটা একটা outdated HTML ভার্সন । একজন ওয়েব ডেভলপারের কোন প্রয়োজন নেই
HTML 2.0 নিয়ে পড়ার ।
HTML 3.2
W3C তৈরি করেছিল এট ।
জানুয়ারি ১৯৯৭ সালে এর জন্ম । HTML 3.2
এর ভুল ছিল ফন্ট এ , টেবিল, সুপারস্কৃপ্ট,
সাবস্কৃপ্ট এবং আরো অনেক, এটা প্রায় HTML 2.0 এর মত ।একটা ইলিমেন্ট HTML 3.2
এ যোগ করা হয়েছে , এটা হল
<font> ট্যাগ ।
<font> HTML 4.0 তেও আছে ।
HTML 4.0
HTML 4.0 এটাও W3C দ্বার তৈরি হয়েছে ।
ডিসেম্বর ১৯৯৭ সালে এটা তৈরি । এপ্রিল ১৯৯৮ সালে এর কিছু পরিবর্তন .
সবচেয়ে বেশি ভুল HTML 4.0
এ , CSS এসে সেটা পরিবর্তিত করা হয় ।
HTML 4.01
HTML 4.01 এটাও W3C দ্বারা তৈরি হয়েছে । ডিসেম্বর ১৯৯৯ সালে এটা তৈরি হয় ।
HTML 4.01এটা
HTML 4.0 এর মতই । তবে এতে নতুন কিছু ট্যাগ যোগ করা হয় ।

HTML 5
জানুয়ারী ১১, ২০০৮ ,
W3C ছারল নতুন HTML
5.
HTML 5 এটা নতুন করে তৈরি করল কিভাবে HTML ইলিমেন্ট ব্যবহার করব , এবং কিভাবে ত্রুটি থেকে মুক্ত হব । এখানে অডিও , ভিডিও , গ্রাপিক্স , ডেটা স্টোরেজ এসব ইমবেড করতে সমস্যা দেখা দেয় ।
HTML 5 নতুন ট্যাগও যোগ করে ।যেমন :
<nav>, <header>,
<footer>, and <figure>.
HTML 5 অনেক জায়গাতে কাজ করছে । AOL,
Apple, Google, IBM,
Microsoft, Mozilla, Nokia,
Opera, এবং আরো অনেক স্থানে ।

আমার এটা লেখার মূল উদ্দেশ্য হল HTML এর বিকাশ ও W3C এর অবদান । আশা করি আপনার এ থেকে কিছু জানতে পারবেন । ধন্যবাদ সবাইকে ।

জানুয়ারি 23, 2010 at 6:13 পুর্বাহ্ন এখানে আপনার মন্তব্য রেখে যান


দিনপন্জী

জানুয়ারি 2010
শনি রবি সোম বুধ বৃহ. শু.
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Posts by Month

Posts by Category